আসসালামু আলাইকুম
যে যেভাবে আছেন, আল্লাহ্ যেন ভালো রাখেন সেই দোয়া করি সবসময়।
মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর পর হাজির হলাম মাইক্রোসফট অফিস এক্সেল এর ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমরা জারা অফিস ওয়ার্ড এর ভিডিও কোর্স টি সম্পূর্ণ করেছি তাদের কাছে এক্সেল এর অনেক কিছুই খুব সহজে বুঝে জাবেন এবং আশা করি এক্সেল আমরা খুব দ্রুত ভালভাবে শিখতে পারব।
মাইক্রোসফট অফিস এক্সেল ২০০৭ এর দ্বিতীয় পর্বে যা নিয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে,
ক) রো এবং কলামের সাইজ ছোট বড় করা।
খ) কয়েকটি সেল কে একটি সেল এ রুপান্তর করা।
গ) সেল কালার করা।
ঘ) সেল এ বর্ডার দেয়া।
ঙ) যোগ করা সহ ইত্যাদি।
জারা অফিস এক্সেল ২০০৭ এর এই ভিডিও টিউটোরিয়ালটি প্রয়োজন মনে করছেন তারা নিচের লিঙ্ক গুলোর যে কোন একটি থেকে ডাউনলোড করে নিতে পারেন।
মাইক্রোসফট অফিস এক্সেল ২০০৭ টিউটোরিয়াল পর্ব- ০২
Comments
Post a Comment