MS Office 2007 ফুল কোর্স বাংলা ভিডিও টিউটোরিয়াল [পর্ব-০৩] :: সেভ, সেভ এস এবং ডকুমেন্ট ক্লোজ সম্পর্কে বিস্তারিত।
আসসালামু আলাইকুম।
আল্লাহ্ পাকের মেহেরবানীতে হাজীর হলাম পার্ট-০৩ এর ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আশা করছি সবাই ( যারা আমার সাথে আছেন ) তারা খুব ভালোভাবেই ভিডিও গুলো বুঝছেন। তবে যেমন উপস্থিতি আশা করে ছিলাম এবং যেমন কমেন্ট আশা করে ছিলাম তার কোনটাই পাচ্ছিনা। হতে পারে আই বিষয়ে অনেকেই অনেক দক্ষ। তবে কিছু সংখ্যার হলেও একেবারে নতুনদের কথা চিন্তা করে যতটুকু সম্ভব কষ্ট করে যাবো ইনশাআল্লাহ্ ।
১ম পর্ব - মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭
Password= shojib
কেমন লাগছে অথবা কোন প্রস্ন থাকলে নিশ্চয় কমেন্ট করে জানাবেন এইখানে অথবা ফেসবুকে।
আশা করি সকলের স্বার্থে এই ফুল কোর্স টি নির্বাচিত টিউন এ মনোনয়ন করবেন বা মনোনয়ন করতে সাহায্য করবেন।

Comments
Post a Comment